বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকৌশল অফিসে উপরি টাকার ভাগ বাটোয়াারা নিয়ে হিসাব কর্মকর্তা ও পিয়নের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলা প্রকৌশলীর অফিসে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে চাকরি করে আসছেন হিসাব বিভাগের কর্মকর্তা গোলাম মওলা। এসুযোগে তিনি ঠিকাদারদের নানা ভাবে জিম্মি করে মোটা অংকের উপরি টাকা আয় করেন। এবং তা একাই ভোগ করে থাকেন। নিয়ে অফিসের পিয়নের মধ্যে ক্ষোভ দানা বাধে।
সেই ক্ষোভ প্রকাশ হয় বৃহস্পতিবার। এদিন আব্দুল জব্বার নামক এক পিয়ন ওই হিসাব কর্মকর্তার নিকট অর্জিত উপরি টাকার ভাগ দাবী করে।
এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এবিষয়ে হিসাব কর্মকর্তা গোলাম মওলার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও তা উপরি টাকার ভাগ বাটোয়ারা নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে।
পিয়ন আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া পাওয়া যায়।
এবিষয়ে প্রকৌশলী আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সময় মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় থাকা কারনে ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস