জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা বলেছেন, বর্তমানে শুধু পোশাক খাতে ৫ থেকে ৭ লাখ বিদেশি জনবল কাজ করছেন। আমাদের দেশে যেভাবে কর্ম সংস্থান তৈরি হচ্ছে সেইভাবে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। ফলে প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে।
রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার দেশের ছেলেরা বিদেশে কাজ করছেন। অথচ দেশে ভালো জব দিতে পারছি না। তাই আমরা দক্ষ জনবল তৈরি করে বিদেশি দক্ষ জনবল নির্ভরতা কমাতে চাই। এতে দেশীয় মুদ্রা সাশ্রয় হবে।
দুলাল কৃষ্ণ সাহা বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এখানে অনেক জনবল দরকার। পোশাক ও চামড়া শিল্পেও অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষ জনবল তৈরি করতে পারছি না।
প্রবৃদ্ধি অর্জন ও দক্ষ জনবল সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ জনবল সৃষ্টি করতে পারলে প্রবৃদ্ধি আরও বাড়বে। দেশীয় সম্পদ ধরে রাখতে এক কোটি দক্ষ জনবল দরকার। প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে।
বাংলা৭১নিউজ/এবি