বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মুক্তা হোসেন (৩৫), রফিকুল ইসলাম ডাব্লিউ (২৫) ও ইশা (৩২)।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার বিরাহিনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার রমজান আলীর ছেলে মুক্তা হোসেন, একই উপজেলার জিনাখরা গ্রামের সাহাদাত হোসেনের ছেলে রফিকুল ইসলাম ডাব্লিউ এবং আত্রাই সুখা গ্রোমের দুলাল খার ছেলে ইশা।
সুজানগর থানার ওসি মমিনুল ইসলাম জানান, মোটরসাইকেলে ওই তিন যুবক কাশিনাথপুর থেকে পাবনা যাচ্ছিল। পথে বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিনপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা- মেট্রো-ট-১৩-৩৫৪২ তাদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন।
এ ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/পিআর