দৈনিক জনকণ্ঠের ডেপুটি ইউনিট চিফ পলাশ চন্দ্র দাসের বাবা ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক প্রচার সম্পাদক জহর লাল দাস (৬২) আর নেই। রবিবার দিবাগত রাত পৌণে ১২টায় তিনি রাজধানীর ফরিদাবাদের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার দুপুরে পোস্তগোলা মহাশ্মশানঘাটে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। দুই ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন এই গণমাধ্যম কর্মী। তিনি দৈনিক সংবাদ, বাংলাদেশ অবজারভার পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জনকণ্ঠ ইউনিট, দৈনিক জনকণ্ঠ সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ সহ জনকণ্ঠ পরিবার।
বাংলা৭১নিউজ/এবি