নোয়াখালী পৌরসভায় মেঘনা গ্রুপের ফ্রেশ ডিলারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিকরা।
শনিবার (১৬ অক্টোবর) রাত ৩টার দিকে ছয় নম্বর ওয়ার্ডের হোয়াইট হল সংলগ্ন এস কে ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরসহ সম্পূর্ণ মালামাল ভস্মীভূত হয়ে যায়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন মজুমদার জানান, আগুন লাগার খবর দিতে দেরি করায় দমকল ইউনিট পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রতিষ্ঠানের মালিকদের একজন মো. আবদুল আলীম। তিনি বলেন, ‘আমাদের চার ভাইয়ের ১৫ থেকে ১৬ বছরের কষ্টার্জিত সমুদয় অর্থ আজ আগুনে ভস্মীভূত হয়ে গেছে।’
বাংলা৭১নিউজ/জিকে