বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

নীলফামানীতে পাউবো’র সেচখালে ব্যাপক দূর্নীতি, দুদুকের অভিযান

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনিয়ম ও দূর্নীতি জেঁকে বসেছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। দেশের বিভিন্ন জেলায় দূর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেচনালা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। এখানে ১০ কোটি ৬৩ লাখ টাকার কাজ চলমান রয়েছে। নীলফামারী সদর থেকে সৈয়দপুর উপজেলা পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সেচখালের মাটির কাজ ও সিসি লাইনিং এর কাজে এই পরিমান টাকা বরাদ্দ রয়েছে। চলমান কাজটি সম্পন্ন করা নিয়েই রয়েছে ব্যাপক গড়িমসি।

বিগত ২০২২ সালের এপ্রিলে এই কাজের ওয়ার্ক অর্ডার হয় এবং কাজটি শুরু করা হয়। ওই বছর ডিসেম্বরে কাজটি সম্পন্ন করার কথা থাকলেও এই কাজের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এরপরও কাজটি সম্পন্ন করা সম্ভব নয় বলে জানা গেছে। কাজটি সম্পন্ন করতে আরও ৬ মাসের বেশি সময় চাওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান।

এদিকে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেচনালা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। এই অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুর হতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের রেকর্ডপত্র সংগ্রহ করে। এসময় দুদকের এনফোর্সমেন্ট টিমের সাথে একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন।

অভিযোগ সম্বলিত সেচনালা দুদক সরেজমিনে পরিদর্শন করেছে। পরিদর্শনপ্রাপ্ত তথ্যাবলী, নিরপেক্ষ প্রকৌশলীর মতামত ও সংগৃহিত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনান্তে দুদক কমিশন বরাবর এনফোর্সমেন্ট টিম প্রতিবেদন দাখিল করবে।

এ ব্যপারে জানতে চাইলে নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, দুদক থেকে একটি টিম এসেছিল। তারা নিরপেক্ষ একজন প্রকৌশলীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা সেচখালের মাটির কাজে এবং সিসি লাইনিংয়ে অনিয়ম দেখতে পায়। তারা এ সংক্রান্ত কিছু কাগজপত্র ও তথ্যাবলি সংগ্রহ করেছে।

বিষয়টি জানতে চাইলে রংপুর যোজেন প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, দুদকের অভিযান সংক্রান্ত কোন খবর তিনি জানেন না। নির্বাহী প্রকৌশলী কিংবা তত্ত্বআবধায়ক প্রকৌশলী তাকে এ ব্যপারে কিছু জানায়নি। কেন বিষয়টি তার কাছে লুকানো হলো- তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com