সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

নির্মাণ কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ২৭১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেড ভবন মেরামতের কাজে  নি¤œমানের নির্মানসামগ্রী ব্যবহার করায় তা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে মেরামতের কাজে ৩য় শ্রেনীর ইট, বালু বেশি সিমেন্ট কমসহ ১৬ এমএম ঢেউটিনকে রং দিয়ে ৪৬ এমএম বানিয়ে টিনসেড ঘরের চালে লাগানোর সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারের লোকজন ছাড়া তত্ত্বাবধানের দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির কোন কর্মকর্তা বা কর্মচারীকে ওই এলাকায় পাওয়া যায়নি। এলাকা বাসীর অভিযোগ, এলজিইডির কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রাক্কলন বহিভুত কাজ করছে। বর্তমানে স্কুল ভবনের নির্মান কাজ বন্ধ রয়েছে।

 

 

জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে এলজিইডির তত্ত্ববধানে ৮ লাখ ৯শত টাকা বরাদ্দের বিপরীতে দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেড ভবন মেরামতের জন্য দরপত্র আহবান করা হয়। সে অনুযায়ী মের্সাস সাগর কনস্ট্রাকশন, নাগেশ্বরী, কুড়িগ্রাম ২৭% ছাড়ে কাজটি করার জন্য ৫ লক্ষ  ৯০ হাজার ৫৭০ টাকা চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী ২৫/১/২০১৮ তারিখ কাজ শুরু হয় এবং ১১/৫/২০১৮ তারিখের মধ্যে কাজ শেষ করার থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান অদ্যবধী কাজটি শেষ করতে পারেনি। কিন্তু ২৭/৫/২০১৮ ইং তারিখে প্রথম কিস্তির ২ লাখ ৭০ হাজার ৩১২ টাকা বিল উত্তোলন করে সাগর কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী গোলমা মোস্তফা। নিধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে শেষে তাড়াহুড়া করে নি¤œমানের নির্মানসামগ্রী দিয়ে কাজ করার চেষ্টা করে। পরে এলাকাবাসীর তোপের মূখে কাজ বন্ধ করতে বাধ্য হয়।

এ প্রসঙ্গে সাগর কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী গোলমা মোস্তফা’র সাথে কথা হলে তিনি জানান, সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়ার দায়িত্ব উপজেলা প্রকৌশলীর। আমার করার কি আছে।

স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ছাইয়েদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আন্জু আরা, শাহালম, আব্দুল লতিফ জানান, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কোন অফিসার কাজ পরিদর্শনে আসেন না। তাই ঠিকাদারের লোকজন নিজের ইচ্ছামত কাজ করছে। আমরা বাধা দেওয়ায় তারা কাজ বন্ধ করে পালিয়ে যায়।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে নি¤œমানের ঢেউটিন সরিয়ে প্রাক্কলন অনুযায়ী ঢেউটিন লাগানোর জন্য বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম যোগসাজসের কথা অস্বীকার করে জানান, তদন্ত পূর্বক প্রাক্কলন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com