মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ২০ দলের সংশয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:  সারাদেশ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা সব দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ২০ দলীয় জোট৷

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জোটের অন্যতম নেতা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অবঃ) অলি আহমেদ এই সংশয় প্রকাশ করেন।

অলি আহমেদ বলেন: ‘সমগ্র দেশ আজ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে যাচ্ছে৷৷ এমন কঠিন পরিস্থিতিতেও ২০ দলের পক্ষ থেকে আমাদের প্রয়াস ছিলো দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করা এবং জনগণের ভোট নিশ্চিত করা৷ কিন্তু এখন নির্বাচন হবে কিনা, আমরা অংশগ্রহণ করব কিনা তা সরকারের আচরণের উপর নির্ভর করছে। কারণ এই নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই।’

তিনি বলেন: গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন ৩ সপ্তাহ পেছানোর দাবি জানানোর পর নির্বাচন কমিশনের কাছে অনেকদিন পর সাহসী বক্তব্য পেলাম। কিন্তু একটু পরই আওয়ামী লীগের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে যায় এবং কমিশনকে আঙ্গুল উঁচিয়ে বলে, নির্বাচন একদিনও পেছানো যাবে না।

‘নির্বাচন কমিশনের সাথে এমন আচরণ থেকে আমরা কি মনে করবো নির্বাচন কমিশন স্বাধীন নয়? নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন?’, বলেন কর্নেল অলি আহমেদ।

তার অভিযোগ, ‘গতকাল পুলিশ বিনা উস্কানিতে নয়াপল্টনে হামলা চালায়। এতে নারী পুরুষ সহ ৬০-৭০ জন আহত হয়। পুলিশের টিয়ারশেলের আঘাতে হাসপাতালে আছে অনেকে।  অথচ হেলমেটধারী একদল যুবক এসে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হেলমেট বাহিনী নিরাপদ সড়ক আন্দোলনে কোমলমতি শিশুদের উপর হামলা করেছিলো। যে যুবক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে সে ছাত্রলীগ নেতা বলে অনেকে বলেছে।’

তিনি বলেন: এর আগে আওয়মাী লীগের মনোনয়ন বিক্রির সময় কোনো আচরণবিধি লংঘন হয়নি। কেউ বাধা দেয়নি। কিন্তু বিএনপি কার্যালয়ের সামনে মানুষের ঢল দেখে বাধা দেয়া হয়েছে। এটা কেন করা হলো?

অলি আহমেদ আরো বলেন, ‘এমন অবস্থা চলতে থাকলে নির্বাচন আমরা করবো কিনা কিংবা আমি বলবো সরকার নির্বাচন করতে দেয় কিনা তা নিয়ে সন্দিহান আমরা।

এসময় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত সভাপতিদের প্রত্যাহার করে নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের মুখপাত্র নজরুল ইসলাম খানসহ ২০ দলীয় জোটের প্রতিনিধিরা।

বাংলা৭১নিউজ/এস এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com