বাংলা৭১নিউজ,ঢাকা: ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী যেকোনো সমস্যা দ্রুত সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে প্রয়োজনে বিকল্প পরিকল্পনা করতে হবে।
বুধবার (২০ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন। চলমান বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহক অসন্তোষ দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশ দেন।
সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, ‘গ্রাহকদের জানানো উচিৎ ছিল, কেন গড় বিল দেওয়া হচ্ছে। পরবর্তীতে কীভাবে তা সমন্বয় হবে। গ্রাহকদের সাথে আস্থার সম্পর্ক স্থাপন করে কাল সেন্টারগুলো অধিকতর গ্রাহকবান্ধব করুন।’
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে সংস্থাগুলোর আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা দ্রুত গ্রহণ করা আবশ্যক।’
প্রতিমন্ত্রী এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লায় নবনির্মিত ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্রটি উদ্বোধন করেন।
ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ