বাংলা ৭১ নিউজ, ধামরাই(ঢাকা) প্রতিনিধি: ধামরাই উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা) এর উদ্যোগে ঢাকা- আরিচা মহাসড়কের যানজটমুক্ত দাবিতে মানববন্ধন ও সভা আজ শুক্রবার ধামরাই ইসলামপুর বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ১ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন থেকে সভা হয়। সভায় বক্তব্য রাখেন, ধামরাই থানার ওসি রিজাউল হক দীপু, ধামরাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিক আনোয়ার গুলশান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা)এর সভাপতি নাহিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম,ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন, প্রথম আলোর লেখাপড়া পাতার সম্পাদক মাহমুদ ইকবাল, পৌর কাউন্সিল আমজাদ হোসেন, গাজিপুর গ্রামীণ ব্যাংক শাখার অফিসার ফেরদৌস মিয়া, উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই(নিসচা)এর সদস্য সাইদুল ইসলাম ও পৌর মটরচলকলীগের সভাপতি ফারুক হোসেনসহ সর্বস্তরের মানুষ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিন ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর, নয়ারহাট, কৌহিনুর, ঢুলিভিটা , ধামরাই থানা রোড়ে ভয়াবহ যানযটের কারনে চাকরি জীবীরা বিপাকে পরে। এতে কর্মঘন্টা ব্যায় হচ্ছে। তাছাড়া ঘরমুখো মানুষরা যানজটে বিপাকে পরে। চাকরিজীবীরা ও ভূক্তভোগীরা এই যানজট নিরসনে উর্ধতন মহলের প্রতিকার চেয়েছে।
বাংলা ৭১ নিউজ/জেডএস