বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদ্য উদ্বোধনকৃত ৯৫০মিটার ২য় ধরলা সেতুর গার্ডার এর রড কেটে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা।
শনিবার সন্ধায় সেতুর উপরে রশি বেধে নিচে নেমে রড কাটার সময় সেতু কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারে। এসময় লোকজনের উপস্থিতি দেখে চোরেরা নিচে নেমে নৌকা যোগে পালিয়ে যায়। পরে চোরদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ রডের টুকরা উদ্ধার করে সেতু কর্তৃপক্ষ।
ধরলা সেতুর এসিসটেন্ট অফিসার মেহেদি হাসান জানান, শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামের বাবুল মিয়ার ছেলে ডিপ (২০) আব্দুল হাকিম (২৫) ও একই গ্রামের কাশেম আলীর ছেলে আনন্দ মিয়া (২৪), আলিফ উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২৬) এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, রড চুরির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস