মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দুর্ঘটনার আশংকা তবুও চলছে কার্যক্রম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির দীর্ঘদিনের পুরাতন প্রধান ডাকঘর এখন ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। অফিস ভবনসহ বাস ভবনটির দেয়ালে ছাদের প্লাষ্টার খসে প্রাচীরসহ বিভিন্ন স্থানে ফাটল ও বাঁক ধরে হেলে মারাত্বক ঝুঁকিপুর্ণ অবস্থায় ভবনগুলো রয়েছে। আতংকের মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে সংশ্লিষ্ট ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীরা। একটু বৃষ্টি হলেই ছাাঁদ চুয়ে পানিতে বিনষ্ঠ হচ্ছে মূল্যবান ডাক টিকিটসহ কাগজ পত্র।
জানাযায়, ব্র্রিটীীশ আমলে স্থাপিত বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের প্রধান ডাকঘর। এর অধিনে ৬ টি শাখা ডাকঘর রয়েছে শাখাগুলো হলো, শালগ্রাম, কালাইকুড়ি, বিশিয়া, ভান্ডারগ্রাম, বিহিগ্রাম, আবাদপুকুর। আদমদীঘি প্রধান ডাকঘরে ১ জন পোষ্ট মাষ্টার, ১ জন পোষ্টাল অপারেটর, ১ জন পোষ্টম্যান, ১ জন প্যাকার,১ জন রানার ও ১ জন নৈশ্য প্রহরি, ১ ই-সেন্টারের উদ্যোক্তা রয়েছে। ১৯৮৪ সালে তিন কক্ষ বিশিষ্ঠ ডাকঘর ও দুই কক্ষ বিশিষ্ঠ পোষ্ট মাষ্টারের বাসভবন প্রাচীরসহ উপজেলা সদরে এই প্রধান ডাকঘর ভবন নির্মান করা হয়। নির্মানের পর থেকে অদ্যবদি ভবনটিতে কোন রং কিংবা সংস্কার করা হয়নি। ফলে ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ডাকঘরটি। বিগত ৯ বছর পূর্বে হতে প্রধান এই ডাকঘরের প্রাচীর ভেঙ্গে ডাকঘর ভবন ও পোষ্ট মাষ্টারের বাস ভবনের দেয়াল বেঁকে ছাদে প্লাষ্টার চটে. প্রাচীর ভেঙ্গে ইট চুরিসহ বিভিন্ন অংশে ফাটল ধরে ও প্লাষ্টার উঠে ভগ্ন দশায় পরিনত হয়েছে। আকাশের অল্প বৃষ্টি হলেই জরাজীর্ণ ভবনটি ভিতরে পানি চুঁয়ে ঘরে পড়ে। এতে বিনষ্ঠ হচ্ছে অনেক মূল্যবান কাগজপত্র। উপজেলা প্রধান ডাকঘর ও বাসভবন ব্যবহারের অযোগ্য হলেও নতুন ভবন নির্মান না করায় মারাত্বক ঝুঁকি ও আতংক নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা কার্যক্রম। চালাচ্ছেন। অনেক সময় ছাদের প্লাষ্টার ভেঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের মাথায় পড়ে। যে কোন মূহুর্তে ভবনটি ধ্বসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা হচ্ছে।
এ ব্যাপারে পোষ্ট মাষ্টার আনোয়ারুল ইসলাম জানান, ব্যবহারের অযোগ্য এই ডাকঘরটি সরজমিনে তদন্ত করে পুনঃ নির্মানের জন্য বেশ কয়েকটি চিঠি প্রদান করা হলেও অচিরেই ভবন পুনঃ নির্মান করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উর্দ্ধতন কতৃপক্ষ শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছেন কিন্তু কোন সংস্কার বা পূনঃ নির্মানের কোন ব্যবস্থা অদ্যবধি গ্রহন হয়নী। জীবনের ঝুঁকি নিয়েই কার্যক্রম চালাতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। জরুরী ভিত্তিতে এই ডাকঘড়টি পূনঃ নির্মানের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয়।

আদমদীঘিতে ৬ গরু চুরি
আদমদীঘিতে আবারও প্রায় আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৬টি দেশীসহ গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘির তালশন গ্রামের আব্দুল জলিলের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা দেড় লক্ষাধিক টাকা মূল্যের দেশী ও বিদেশীসহ ৩টি গরু চুরি চোরেরা চুরি করে নিয়েগাছে। এছারাও্একই রাতে শিয়ালশন গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা মূল্যের বিদেশীসহ ৩টি গরু চুরি হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com