নোয়াখালীর চাটখিলে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পাঁচ প্রতারককে ৩৮ বছরের সাজা ও সাড়ে চার কোটি টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (২৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাইমুড়ীর মাহুতলা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুর রব হেলাল, চাটখিলের নোয়াপাড়ার মৃত হাজী নুরুজ্জামানের ছেলে আমিন উল্যাহ, তার স্ত্রী উম্মে কুলসুম, সোনাইমুড়ীর কেগনারখিলের ইদ্রিস মিয়ার ছেলে শফিউর রহমান ও তার স্ত্রী সুলতানা পারভীন।
আদালত সূত্র জানায়, আসামি আবদুর রব হেলাল তার দুই বোন ও ভগ্নিপতিদের নিয়ে মাল্টিপারপাস সমিতির নাম দিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের এক কোটি ৫৮ লাখ এক হাজার ৪৬৭ টাকা আত্মসাৎ করেন। পরে দুদকের নোয়াখালী কার্যালয়ের (স্বজেকা) সহকারী পরিচালক সুবেল আহম্মেদ বাদী হয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর চাটখিল থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন।
আদেশে বলা হয়, মামলার ১ নম্বর আসামি আবদুর রব হেলালকে মামলার চার ধারায় ২৭ বছরের কারাদণ্ড ও দুই কোটি ৯২ লাখ ৭২ হাজার ৭৮৪ টাকা জরিমানা এবং অপর চার আসামিকে ২১ বছর করে সাজা ও এক কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বলেন, আসামি আবদুর রব হেলাল ১০ বছর ও বাকি আসামিরা ৭ বছর করে সাজা খটিতে হবে। পরে আদালতে উপস্থিত আসামি হেলালকে কারাগারে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ