সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

আগের রাউন্ডে মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তাই আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের পরই কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগে আরো দুই রাউন্ড খেলা বাকি। লিগ শেষ হওয়ার আগেই ঘরোয়া ফুটবলে ট্রফি হস্তান্তর কখনো হয়নি। ফলে বিশেষ এক ঘটনাই ঘটছে আজ।

ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ নেই। সেই দ্বৈরথ এখন পরিণত হয়েছে আবাহনী-কিংসে। লিগ শেষ হওয়ার আগেই কিংসের হাতে ট্রফি তুলে দিচ্ছে বাফুফে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বি আবাহনী নিশ্চুপই। কোনো ক্লাব বা ফুটবলসংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক কোনো আপত্তি না তুললেও ফুটবলাঙ্গনে চলছে এ নিয়ে আলোচনা।

লিগের পরের দুই ম্যাচে অনেক ঘটনাই ঘটতে পারে। খেলার এক পর্যায়ে অস্বীকৃতি জানিয়ে মাঠ ত্যাগ, ওয়াকওভার এমনকি প্রতিপক্ষকে সমঝোতায় পয়েন্ট দেয়া অথবা তৃতীয় কোন দলের সুবিধা/অসুবিধার জন্য পয়েন্ট ছেড়ে দেয়ার ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে উড়িয়ে দেয়া যায় না। এতে শিরোপা হস্তান্তর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

বাংলাদেশে লিগ শেষের আগে ট্রফি হস্তান্তর অপ্রচলিত হলেও বিশ্ব ফুটবলে অবশ্য রীতি রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্পেনের লা লিগায় লিগ শেষ হওয়ার আগে কোনো দলের শিরোপা নিশ্চিত হলে আগেভাগেই ট্রফি দেয়। চলমান স্পেনিশ লিগে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ট্রফি নিয়ে বড়সড় উৎসবও করেছে।

ইংল্যান্ড-স্পেনে শিরোপা নিশ্চিত হওয়ার দিন ক্লাবটির হোম ম্যাচ হলে অথবা শিরোপা নিশ্চিত করা দলের পরবর্তী হোম ম্যাচের দিন ট্রফি হস্তান্তর করে। অনেক সময় লিগের শেষ দিন দুই ভেন্যুতে দুই দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে তখন অবশ্য দুই ভেন্যুতে দু’টি চ্যাম্পিয়ন ট্রফি প্রেরণ করে।

বাফুফে কয়েক বছর আগেও একসঙ্গে কয়েক মৌসুমের প্রিমিয়ার ও জুনিয়র ডিভিশন লিগের ট্রফি হস্তান্তর করেছে। ফেডারেশনের কর্মকর্তারা তখন বুলি আওড়াতেন, ‘ফেডারেশন/লিগ কমিটির সভায় পয়েন্ট টেবিল অনুমোদন না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন-অবনমন বলা যায় না।’

খেলোয়াড়েরা এক ক্লাব থেকে আরেক ক্লাবে যাওয়ায় ট্রফি নিয়ে আর উদযাপন হতো না। ট্রফি জয়ের আনন্দ মূলত মাঠে। এ নিয়ে অনেক সমালোচনার পর গত কয়েক বছর থেকে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফি লিগের শেষ দিন প্রদান করছে। এখন আবার নতুন নিয়ম লিগ শেষের আগেই হস্তান্তর।

পেশাদার লিগ কমিটি রমজান মাসে অনুষ্ঠিত অনলাইন সভায় শিরোপা নিশ্চিত হওয়ার দিন অথবা শিরোপা নিশ্চিতকারী দলের পরবর্তী হোম ম্যাচে ট্রফি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ট্রফি প্রদানে ইউরোপকে অনুসরণ করলেও লিগ কমিটি গঠনে অবশ্য বাংলাদেশের চিরাচরিত রীতিই অনুসরণ করেছে বাফুফে।

ফেডারেশনে অনেক কর্মকর্তা থাকলেও লিগ চ্যাম্পিয়ন দলের সভাপতি ইমরুল হাসানকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লিগ কমিটির চেয়ারম্যান করেছেন। যা পুরোপুরি স্বার্থের সংঘাত। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ফেডারেশনের আরো দুই সহ-সভাপতি ও দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ ও ব্রাদার্সের মহিউদ্দিন আহমেদ মহী। ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান হওয়ার পর অবশ্য নাবিল কোনো সভায় উপস্থিত হননি। 

আজ কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফিফা-এএফসি কংগ্রেসে থাইল্যান্ডের ব্যাংকক ছিলেন। আজ দেশে ফিরে কিংস অ্যারেনায় উপস্থিত হওয়ার কথা। টানা পাঁচ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ তাদের ট্রফি উদযাপন করবে আতশবাজি পুড়িয়ে। তবে তাদের মনোযোগ বুধবার ফেডারশেন কাপের ফাইনালে মোহামেডানকে আরেক দফা হারিয়ে মৌসুমে ট্রেবল চ্যাম্পিয়ন হওয়া।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com