বুধবার, ০৭ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দুই দিনেও মেরামত হয়নি খোলপেটুয়া নদীর বাঁধ, পানিবন্দি ১১ গ্রাম

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ঈদের দিন সাতক্ষীরায় তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ গত দুই দিনেও মেরামত হয়নি। তীব্র জোয়ারে  লোকালয়ে পানি প্রবেশ করে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ছোট বড় অসংখ্য পুকুর ও চিংড়ি ঘের। পানিতে তলিয়ে আছে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার মাছ। প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 

এখনো বসতবাড়ি, উঠান ও বাড়ির আঙ্গিনায় পানি থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ফলে উপকূলে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। 

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় ২’শ ফুট এলাকা জুড়ে তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেঁটুয়া ও কাকবসিয়াসহ ১১ গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। 

ঈদের দিন দুপুরে এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করলে তীব্র জোয়ারের কারণে তা ব্যর্থ হয়। তবে গত দুই দিনে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন  জিও ব্যাগে মাটি ও বালি ভরে বাঁধটি পুনরায় রিং বাঁধ দিয়ে মেরামতের চেষ্টা করে।  কিন্তু সকাল ও বিকেলে জোয়ার ভাটার কারণে বাঁধটি মেরামত করতে ব্যর্থ হয়। 

সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর আশাশুনি জোনের উপ প্রকৌশলী সৈয়দ রাশেদুল ইসলাম জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে বাঁধটি নির্মাণের চেষ্টা করে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com