বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

দিশেহারা হয়ে পড়েছেন বরগুনার পান চাষিরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বরগুনা: পচে যাচ্ছে বরগুনার অধিকাংশ বরজের পান। দিশেহারা হয়ে পড়েছেন পান চাষিরা।

পান চাষিরা বলছেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের পর বরজের প্রায় দুই তৃতীয়াংশ পানে পচন ধরেছে। মৌসুমের সময় পানে  পচন ধরায় চরম ক্ষতিতে পড়েছেন।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় ৫৪৫.৫৯ হেক্টর জমিতে মোট ৮ হাজার ২০৪টি পান বরজ রয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ২ হাজার ২২৪টি, আমতলীতে ৩ হাজার ৬২৬টি, বেতাগীতে ১ হাজার ৩৪৮টি, বামনায় ৪১৮টি এবং পাথরঘাটা উপজেলায় ৫৮৮টি পান বরজ রয়েছে।

আগাম শীত মৌসুমে পান বিক্রি করে লাভের টাকা ঘরে তুলবেন, ঠিক এমন মুহুর্তে ঘূর্ণিঝড়ের আঘাতে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার পান। আয়ের একমাত্র অবলম্বন পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা এখন বরগুনার হাজার হাজার পান চাষি।

বরগুনা সদর ইউনিয়নের হেউলীবুনিয়া এলাকার সমীর চন্দ্র হাওলাদার বলেন, ‘মৌসুমে প্রায় ৫ লাখ টাকার পান বিক্রি করি। কিন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে পচন ধরায় এখন দেড়লাখ টাকার পানও বিক্রি করতে পারব না।’

একই এলাকার শৈলেন, শুক্ল ও পান ভল্লব দুখিরামের বরজেরও একই অবস্থা।

শৈলেন বলেন, ‘ঋণ নিয়ে পান চাষ করি, সরকার বা কৃষিবিভাগ আমাদের কোনো প্রকার সহায়তা দেন না। এ অবস্থা কীভাবে যে ক্ষতি কাটিয়ে উঠবো কোনো দিশা খুঁজে পাচ্ছি না।’

সদর উপজেলার বদরখালি, ফুলঝুড়ি গৌরিচন্না এলাকার বরজগুলোতেও একই অবস্থা। গৌরীচন্না এলাকার পান চাষি কিরণ হাওলাদার বলেন, ‘বরজের অর্ধেকেরও বেশি পান পচে নষ্ট হয়ে গেছে। বাকি যা আছে তাও নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকারের কোনো উপায় নেই। এ লোকসান কাটিয়ে ওঠা দুঃসাধ্য হবে আমাদের জন্য। ’

তালতলী উপজেলার এলাকার ছোটোবগীর পান চাষি দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় ৫ একর জায়গায় আমি পানের বরজ দিয়েছি। এর পেছনে ১০ জন শ্রমিক খাটে। প্রতিদিন তাদের মজুরি দিতে হয়। গত এক সপ্তাহ ধরে পান ভাঙতে পারি না।’

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের পরে আমরা পানের বরজের ক্ষতির একটি হিসাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সরকার বরাদ্দ দিলে আমরা পান চাষিদের সহায়তা করতে পারব। এ ছাড়া ক্ষতি কাটিয়ে উঠতে কেউ সহজ শর্তে ঋণ নিতে চাইলে আমরা সহযোগিতা করব।’

বাংলা৭১নিউজ/সি এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com