বাংলা৭১নিউজ,ডেস্ক: গত এক দশকের সেরা পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।
পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
এ খবরে আরব দেশের মধ্যে প্রথম পাসপোর্ট র্যাং কিংয়ের শীর্ষে উঠে এলো সংযুক্ত আরব আমিরাত।
শনিবার সিএনএন, বিবিসি ও খালিজ টাইমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, আশ্চর্যজনক হারে গত ১০ বছরে আমিরাতের পাসপোর্টের ক্ষমতা বেড়ে যাওয়ায় দশকের সেরা পাসপোর্ট খেতাব পেল দেশটি।
পাসপোর্ট ইনডেক্সের তথ্যানুযায়ী, দশকের সেরা পাসপোর্টের তালিকায় আরব আমিরাতের পরেই রয়েছে যুক্তরাজ্য। এর পর যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।
গত ১০ বছরে এ তালিকায় জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট কয়েকবার স্থান পেলেও বেশিরভাগ সময়ই শীর্ষস্থানটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই দখলে রেখেছিল।
বাংলা৭১নিউজ/সি এইস