দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ডাকাতের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আগে থেকে ওঁত পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীনদ্দি উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।
দক্ষিণ আফ্রিকার বাসিন্দা আসিফ হোসেন বলেন, রাত ৯টার দিকে এক অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বে থেকে রিগানের দোকানের সামনে ওঁত পেতে ছিল। রিগান মালামাল ক্রয় করে দোকানের সামনে আসার সঙ্গে সঙ্গে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ বলেন, আমার বড় ভাই রিগান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ২০১৮ সালে বিয়ে করেন। তিন বছরের তার একটা ছেলে সন্তান আছে। ভাইয়ার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে রিগান আজ কফিন বন্দী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি