বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: প্রতিনিধি:ঘন কায়াশা এবং তিব্র শৈতপ্রবাহের কারনে চলতি ইরি মৌসুমে বীজ তলা নষ্ট হয়ে যাচ্ছে। গত আমন ধানের ফলন ভালো হলেও দাম ভালো না পাওয়ার কারনে এবার ইরি চাষে আশা নিয়ে বীজ তলা তৈয়রি করে বীজ বুনলেও আবহওয়ার কারনে নষ্ট হচ্ছে তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা।
সরেজমিনে ঘরে জানাযায়, এই সহিংসভাগ সময়ে ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে। প্রকৃতির বৈরি আবওহার কারনে ইরি বোর বীজতলা সাদা ফেসকা হয়ে নষ্ট হচ্ছে। উপজেলার জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের আব্দুল কাফি বলেন, গত কয়েক দিন ধরে তীব্রশীত এবং ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।
এসব বীজতলা ধানের চারা ইতিপূর্বে একই সময়ে ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা ও তর তাজা করলেও টানা শীতের কবলে পড়ে এবার ধানের চারা উপরিভাগ প্রথমে সাদা পরে লাল আকার ধারন করে নষ্ট হয়েছে। এতে লাল আকারের ধারনকারী চারা গুলু শুকিয়ে যাচ্ছে।
এমন অবস্থা দেখে কোন কোন চাষিরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে আবার কেউ উপজেলা কৃষি অফিসারের পরামর্শে ঔষধ ব্যবহার করেও রক্ষা হচ্ছেনা। এই নিয়ে আমরা এলাকার চাষিরা বোর চাষে বড় বিপাকে পড়েছে।
উপজেলা কৃষি অফিসার নিকসন চন্দ্র পাল জানান,এই উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি এবার প্রায় ১৬ হাজার হেক্টরের উর্ধে জমিতে বোর চাষের লক্ষে ইরি বোর ধান চাষের জন্য বীজ তালা করেছে। গত কয়েক দিনের ঘন কুয়াশা ও তীব্র শৈতয়প্রবাহের কারনে ভীজতলা নষ্ট হওয়ার ফলে এবার এই উপজেলার চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।
বীজতলা নষ্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব চারা রক্ষার জন্য প্রতি বর্গ মিটার বীজ তলার জন্য ৭ গ্রাম ইউরিয়া এবং পচাড়ির জন্য ছত্রাক নাশক ঔষধ ব্যবহার করতে হবে তাহলে আর নষ্ট হবে না।
বাংলা৭১নিউজ/এব