ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ পুনর্নির্মাণের কাজ শেষে উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বিপরীত পাশে এ মসজিদটি উদ্বোধন করা হয়। ১৯৭৪ সালের ২৩ মে ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদটি নির্মিত হয়। তখন মসজিদের ধারণক্ষমতা ছিল ৯০০ মুসল্লির।
পুনর্নির্মিত মসজিদটি প্রায় ৩২ হাজার স্কয়ার ফিটের। যেখানে তিন হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
বাংলা৭১নিউজ/এবি