চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিক।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতির আদেশ দেন। মামলার আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালতে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাংবাদিকরা হলেন– সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি)। আজ মঙ্গলবার আদালত শুনানি শেষে সাংবাদিকদের অব্যাহতি প্রদান করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ