সোমবার, ১২ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ডিএসইতে রেকর্ড লেনদেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ দৈনিক লেনদেনে বিগত পাঁচ বছরের রেকর্ড করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ এই পুঁজিবাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি টাকা।

২০১১ সালের ২৮ জুলাই সর্বশেষ ডিএসইতে ১ হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়। তারপর থেকে দীর্ঘ মন্দা বিরাজ করায় লেনদেন হাজার কোটিতে পৌঁছেছে গুটিকয়েক বার। আজ সেই রেকর্ড অতিক্রম করলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের উত্থান-পতনের চেয়ে দৈনিক কি পরিমাণ লেনদেন হলো সেটার ওপর নির্ভর করে বাজারের স্থিতিশীলতা। বাজারে টাকার প্রবাহ থাকা, বিনিয়োগকারীদের সক্রিয়ভাবে লেনদেনে অংশগ্রহণ করা, পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের সম্পূর্ণ আস্থা থাকা ইত্যাদির ওপরই বাজারের গতিশীলতা নির্ভর করে বলে মনে করেন তারা।

এদিকে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় দিনের মত উত্থান দেখা গেছে বাজারে। এইদিন শুরু থেকে উত্থান থাকলেও ৩৫ মিনিট পর পরতে থাকে সূচক। শেষ দিকে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের ব্যাপক ক্রয় চাপে আবার ঘুড়ে দাঁড়ায় সূচক। আজ সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৮ কোটি টাকা।

আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৭৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৮২২ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা বা ১২৫.৩৫ শতাংশ।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬০ লাখ ৮৩ হাজার টাকা।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com