বাংলা৭১নিউজ, হাছান কুতুবী, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: হঠাৎ ঘূর্ণিবাতাসে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার প্রাণ কেন্দ্রের ‘মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ’।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনার সৃষ্টি হয়। একটানা প্রচন্ড ঘূর্ণিবাতাসে বিদ্যালয়টির ২য় তলার পাকা দেয়াল ও লিন্টার ভেঙ্গে টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায় পার্শ্ববর্তী রেইনট্রি গাছের ওপর।
সাবেক সচিব আ.ম.ম.নাসির উদ্দিন পরিবার নিজ পিতার নামে বিগত ২০০৩ সনে প্রতিষ্টিত এ বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও ওয়ার্ড মেম্বার আবুল কালাম।
এ ছাড়া উপজেলার অন্য কোথাও বড়ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস