সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

টানা তৃতীয় জয়ে সেরা দুইয়ে চিটাগং কিংস

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

চিটাগং কিংসের জয়রথ ছুটছেই। বিপিএলে হার দিয়ে শুরু করা মোহাম্মদ মিঠুনের দল টানা তৃতীয় ম্যাচে তুলে নিয়েছে জয়। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকারও সেরা দুইয়ে উঠে এসেছে চিটাগং।

ব্যাটাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন চিটাগংয়ের। সিলেট স্ট্রাইকার্সের সামনে তারা দাঁড় করান ২০৪ রানের বড় লক্ষ্য। এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেননি স্বাগতিকরা। ৮ উইকেটে ১৭৩ রানে থেমেছে সিলেটের ইনিংস।

রান তাড়ায় কখনই লড়াইয়ে ছিল না সিলেট। শেষদিকে জাকের আলী ২৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন। মাঝে ৩৭ বলে ৫২ করে জর্জ মুনসে। দুর্দান্ত ছন্দে থাকা জাকির হাসান আজ ১৯ বলে করেন ২৫।

চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে ৩টি আর আলিস আল হাসান ৩৬ রান খরচায় নেন ২টি উইকেট।

 

এর আগে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তুলোধুনো করে আগে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস।

ফিফটি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী। জিততে হলে সিলেটকে করতে হবে ২০৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম।

৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com