বাংলা৭১নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আজ পার্লে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৫ ওভার শেষে বিনা ইউকেটে ১৯ রান। হাশিম আমলা ৭ এবং ডি কক ১২ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে মাশরাফি বাহিনী।
সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
এদিকে এই ম্যাচে মাঠে নামছেন ওপেনার তামিম ইকবাল।
ইনজুরির কারণে কিম্বার্লিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মাঠের বাইরে ছিলেন তামিম।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ।
বাংলা৭১নিউজ/সিএইস