ঝালকাঠি শহরে ইফতারের পর বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় জনতার ধাওয়া খেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের কয়েক সড়কের দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় ডাকাতের ছোড়া বোমায় ব্যবসায়ী মানিক ও মাহমুদুল হক আদিল আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের ডাক্তার পট্টি এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ে স্বর্ণের দোকানের সামনে রাস্তায় ও দোকানের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাত দল। একটি দোকানে প্রবেশ করে দোকানের লোকজনকে জিম্মি করার চেষ্টা করে তারা। এসময় স্থানীয়রা দালানের ওপর থেকে ডাকাতদের ওপর ইট নিক্ষেপ করতে থাকেন। স্থানীয়রা ডাকাত ডাকাত বলে ডাক চিৎকার করতে শুরু করলে ডাকাত দল বোমা ফাটাতে ফাটাতে বরিশালের দিকে পালিয়ে যায়।
এদিকে, এ খবর শুনে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ইফতারের পর একটি পিকআপ নিয়ে কিছু দুর্বৃত্ত বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করে। স্থানীয় জনতা ও পুলিশের সরব উপস্থিতিতে তারা পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএন