জয় দিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের শুভ সূচনা করলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। প্রথম ম্যাচে দৈনিক আজকের পত্রিকাকে ২-০ গোলে হারিয়েছে দলটি। এই জয় দিয়ে শেষ ষোলোতে গেলো জাগো নিউজ।
খেলার প্রথমার্ধে সাঈদ শিপনের দুর্দান্ত পাসে প্রথম গোল করেন অতিথি খেলোয়াড় শফিক কলিম। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ থেকে বল পেয়ে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বিপক্ষ দলের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান জাগো নিউজের প্ল্যানিং এডিটর ও দলের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল। আজকের পত্রিকা গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ খেলা হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মনিরুজ্জামান উজ্জ্বল।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী শেষ ষোলোতে উঠেছে জাগো নিউজ। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে জাগো নিউজের।
জাগো নিউজ দল
মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), সাঈদ শিপন, ইয়াসির আরাফাত রিপন (গোলরক্ষক), মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, ফজলুল হক মৃধা, নাজমুল হুসাইন, ইসমাইল হোসেন রাসেল ও শফিক কলিম।
বাংলা৭১নিউজ/এসএকে