বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবীদ মমতাজ উদ্দীন মন্ডল এর আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে তার নিজ বাসভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ নাফিজার রহমান পলাশ। সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন জয়পুরহাট জেলা বিএনপি এখন এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে। পূর্বের ন্যায় এখন আর কোন ভেদাভেদ সৃষ্টির প্রকাশ নেই। মুল দল সহ সব অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সবাই সম্মিলিত ভাবে আমাকে সহযোগিতা করছে। নেতাকর্মীদের এই সতস্ফুর্ত আহ্বান আমাকে দল গোছানো কাজ বেগবান করেছে। যে কোন মূল্যে হোক আমরা জেলা বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহামানকে দেশে ফিরার আন্দোলন বেগবান করবো ইনশাল্লাহ। সভায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস