বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

জমজমাট লড়াইয়ে ড্র আর্সেনাল-বায়ার্ন ম্যাচ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফল বের হয়নি কোনো ম্যাচে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। লন্ডনে ২-২ গোলে সমতায় শেষ হয় আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের লড়াই। সান্তিয়াগো বার্নাব্যুর মতো এমিরেটস স্টেডিয়ামেও জমজমাট লড়াইয়ে কেউ কাউকে জিততে দেয়নি।

ঘরের মাঠে আর্সেনাল শুরুতে এগিয়ে যায়। পরে বায়ার্ন ফেরায় সমতা। অতিথিরা এরপর এগিয়ে গেলে চাপে পড়ে আর্সেনাল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় স্বাগতিকরা। তাতে ড্র হয় দুই দলের জমজমাট লড়াই।

হ্যারি কেইনের জন্য এই ম্যাচ ছিল বাড়তি উন্মাদনার। কেননা ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। লন্ডনে ফেরার ম্যাচে কেইন গোল করে দর্শকদের আনন্দে ভাসান। প্রথমার্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে তার গোলে বায়ার্ন লিড নেয়। এর আগে দুই দলের লড়াই ১-১ সমতায় ছিল।

অতিথিদের চাপে রেখে ম্যাচের ১২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। বক্সের ভেতরে বল পেয়ে বাম পায়ের বাঁকানো নিচু শটে গোল করেন ইংলিশ উইঙ্গার। স্বাগতিকরা লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৬ মিনিটেই বায়ার্ন গোল করে সমতা ফেরায়। লেরয় সানের বাড়ানো পাস থেকে দারুণ স্লাইডে গোল করেন জিনাব্রি।

এরপরই ম্যাচের ৩২ মিনিটে কেইনের ওই গোল। রক্ষণের ভুলে ৩২ মিনিটে বায়ার্ন পেনাল্টি পায়। সফল স্পট কিকে আর্সেনালের বিপক্ষে নিজের ১৫তম গোল করেন ইংলিশ সুপারস্টার। সব মিলিয়ে বায়ার্নের হয়ে এটি তার ৩৯তম গোল।

এরপর শুরু হয় আর্সেনালের ম্যাচে ফেরার লড়াই। একাধিক সুযোগ তারা তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ডদের সুযোগ হাতছাড়ায় অপেক্ষা করতে হচ্ছিল স্বাগতিক দর্শকদের। বায়ার্নের রক্ষণ ভাঙার কাজটাও সহজ ছিল না তাদের জন্য। তবে ৭৬ মিনিটে দলের হয়ে প্রায় অসাধ্য কাজটা করে দেন লেয়ান্দ্রো ট্রোসার্ড। দুর্দান্ত দলগত আক্রমণ থেকে গোল করেন ট্রোসার্ড। তাতে  হাফ ছেড়ে বাঁচে আর্সেনাল।

যদিও নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি পেনাল্টির জোরাল আবেদন করে আর্সেনাল। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার সাকাকে ফেলে দিলে স্বাগতিকরা পেনাল্টি চায়। কিন্তু রেফারি ওই আবেদনে কোনো সাড়া দেননি। তাতে অমীমাংসিত থাকে দুই দলের দ্বৈরথ।

দ্বিতীয় লেগ হবে এক সপ্তাহ পর। ওই ম্যাচেই নির্ধারণ হবে কে পাবে সেমি ফাইনালের টিকিট। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com