চাকরিচ্যুত করার প্রতিবাদে রাজধানীর ইস্কাটনে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা।
আজ সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় সড়ক অবরোধ করেন গণমাধ্যমকর্মীরা। এতে বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সোমবার তাৎক্ষণিক নোটিশের মাধ্যমে ৬০ শতাংশ সাংবাদিক ও কর্মচারীকে চাকরিচ্যুত করেছে দৈনিক জনকণ্ঠ কর্তৃপক্ষ। এছাড়াও সংবাদকর্মীদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
জনকণ্ঠের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দারিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য রোমানা জামান, ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।
বাংলা৭১নিউজ/আরকে