বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গরু চুরি করে পালানোর সময় দুই গরু চোরকে আটক ও তাদের নিকট থেকে একটি চোরাই গাভী গরু উদ্ধার করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে স্থানীয় জনতা।
আটক ব্যক্তিরা হলো আদমদীঘির দুর্গাপুর গ্রামের ইমান্দির ছেলে টুটুল (৩২) ও কোচকুড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে শহিদুল (৩৩)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির নসরতপুর ইউপির কোচকুড়ি গ্রামের শেরেকুল নামের এক কৃষককের গোয়াল ঘর থেকে বুধবার রাতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যে একটি গাভী গরু চুরি যায়। গৃহকর্তাসহ তার পরিবার রাত থেকেই চারিদিকে খোঁজাখুজির এক পর্যায়ে ভোররাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের নিকট রেললাইনের উপড় গরুসহ ওই দুই ব্যাক্তিকে জনতা দেখতে পেয়ে তাদের আটকসহ চোরাই গরু সনাক্ত করে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেন।
বাংলা৭১নিউজ/জেএস