বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই এমন হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।
ট্রাম্প অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। তিনি আরও বলেন, বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিল চীন।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: সিএনএন