সোমবার, ১২ মে ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৭৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থানার শাহাজাদপুরের সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। সূর্যবিডি সিকিউরিটি সার্ভিসে নিয়োগের বিজ্ঞাপন দিয়েই তারা প্রতারণা করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে।

প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- নিরঞ্জন সরকার (৪৮), ও বিকাশ বড়ুয়া (৪৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকরি প্রত্যাশীদের ৪০টি ভর্তি ফরম ও ১টি আয়-ব্যয়ের রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিভিন্ন অনলাইন পোর্টাল, পত্রিকা, লিফলেট ও বিভিন্ন ওয়েব সাইটে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে আসছিলো। এই প্রতারক চক্রের মূলহোতা নিরঞ্জন সরকার। সে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানির এমডি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে।

চাকরি প্রত্যাশীরা তাদের সুদৃশ্য অফিসে এলে তারা জানাতো কোম্পানির অফিস এক্সিকিউটিভ অফিসার, কাষ্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাষ্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার পদে চাকরি খালি আছে। যেগুলির প্রতিটিতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন। এরপর তারা চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিতে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা এবং চাকরিতে যোগদান ফি বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে নিতো।

ভুক্তভোগী বেশ কয়েকজনের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. এর ঐ অফিসে অভিযান চালায়। সেখানে দুই প্রতারককে গ্রেফতার করে। এ ব্যাপারে ঢাকার গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com