বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়

চাঁদপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত চাঁদপুরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড়ষ্টেশন মোলহেড এলাকার ত্রিনদীর মোহনা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেলেও পর্যটকদের নিরাপত্তাসহ বিভিন্ন ব্যবস্থাপনার সংকটের কথা জানিয়েছেন বিনোদন প্রেমীরা। 

তবে যেকোন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সদর থানার পুলিশ কর্মকর্তা। 

এছাড়াও ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে-চাঁদপুর রিসোর্ট, মহামায়া কৃতিকুঞ্জ পার্ক, বাকিলা, হাজীগঞ্জ ও শাহারাস্তি পার্ক অন্যতম।

দর্শনার্থী মোকাদ্দেস মাহী ও ফজলে রাব্বী বলেন, প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বিনোদন। তাই ঈদের ছুটিকে স্মরণীয় রাখতে পরিবারের সদস্যদের নিয়ে আমরা ছুটে যাই বিনোদন কেন্দ্রগুলোতে। তবে চাঁদপুরে জনসাধারণের বিনোদনের একমাত্র উন্মুক্ত স্থান শহরের বড় স্টেশন মোলহেড এলাকা। 

পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় পার্কটি গড়ে উঠায় দেশ-বিদেশের বিনোদন প্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পার্কটি উন্মুক্ত  হওয়ায় প্রতিদিন চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু মানুষরা এখানে ছুটে আসেন। এখানে একসাথে উপভোগ করা যায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদীর জলকেলি, বড় বড় মালবাহী জাহাজ ও লঞ্চের ছুটে চলা ও ইলিশ ধরার দৃশ্য, বিকেলে সূর্যমামা ডুবে যাওয়ার নৈসর্গিক সৌন্দর্য। ইচ্ছে করলে ট্রলারযোগে ঘুরে বেড়ানো যায় নদীর দ্বীপ ও বালু চরগুলো। 

তবে ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এখানে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। তরুণ-তরুণীদের পছন্দের শীর্ষে মেঘনা ও ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণ। তবে পর্যটন এলাকায় ভাল মানের থাকা-খাওয়ার হোটেল, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থা থাকার ওপর তারা আরও জোর দিয়েছেন। 

চাঁদপুর সদর মডেল থানার এসআই মহসিন ভূঁইয়া বলেন, ‘ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তায় বিনোদন কেন্দ্রগুলোতে সাদা পোষাকে পুলিশ ও বিশেষ ব্যবস্থায় টহল টিম কাজ করছেন। এখন পর্যন্ত মোলহেড উন্মুক্ত পর্যটন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই এবং আশা করছি সামনেও এমন কিছু ঘটবে না।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com