মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

চলতি সপ্তাহে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে ডেঙ্গু

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। গত ৩ আগস্ট অতীতের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া প্রতিদিন যেভাবে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাতে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের ইতিহাসে ২০১৯ সালে সারাদেশে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। কিন্তু চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত ইতোমধ্যে ৯৫ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া ২০০০ সালে পাঁচ হাজার, ২০০১ সালে আড়াই হাজার, ২০০২ সালে ছয় হাজার, ২০০৩ সালে ৪৮৬ জন, ২০০৪ সালে চার হাজার, ২০০৫ সালে এক হাজার, ২০০৬ সালে দুই হাজার, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত আড়াই হাজার, ২০১১ সালে দেড় হাজার, ২০১২ সালে ৬৭১ জন, ২০১৩ সালে প্রায় দুই হাজার, ২০১৪ সালে ৩৭৫ জন, ২০১৫ সালে তিন হাজার, ২০১৬ সালে ছয় হাজার, ২০১৭ সালে তিন হাজার, ২০১৮ সালে ১০ হাজার ১৪৮ জন, ২০২০ সালে দেড় হাজার, ২০২১ সালে সাড়ে ২৮ হাজার এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, গত মাস থেকে প্রতিদিন গড়ে দুই হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যেভাবে ডেঙ্গু রোগী বাড়ছে, তাতে চলতি সপ্তাহেই ২০১৯ সালের রেকর্ড ভেঙে যাবে। এ অবস্থায় ডেঙ্গু মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা বহু গুণে বেড়ে যাবে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমিরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, শক সিন্ড্রোমের কারণে বেশি মানুষ মারা যেতে পারে। তাই অবহেলা না করে ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com