বাংলা৭১নিউজ,চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি হলে তল্লাশি চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।
জানা যায়, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চবির শাহজালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, আলাওল এবং এএফ রহমান হলে অভিযান চালায়। অভিযানে আলাওল হল থেকে ৪টি রাম দা, ২টি বিদেশি চাপাতি, ৫টি হাতুড়ি ও লোহার পাইপ, এএফ রহমান হল থেকে রাম দা ও লোহার পাইপ এবং সোহরাওয়ার্দী হল থেকে রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।
প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, যেসব কক্ষ থেকে অস্ত্র পাওয়া গেছে সেসব কক্ষ সিলগালা করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সি এইস