চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী থানার আমান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টুন) ওরিস, এক্সএসও এবং মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- রাঙামাটি পার্বত্য জেলার পৌরসদরের বনরুপা কাটা পাহাড় লেন এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. শওকত আকবর (৩৪) এবং রাঙামাটি সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি গ্রামের বশির আহমেদের ছেলে ট্রাকচালক মো. বাদশা (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আমান বাজার এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকায় পিকআপটিও জব্দ করা হয়। পিকআপটি অবৈধ সিগারেট নিয়ে চট্টগ্রাম নগরের দিকে প্রবেশ করছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএন