শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে সংসদ সদস্য জাফর আলম কর্তৃক চকরিয়ায় স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ এক অনবদ্য সৃষ্টি। এর মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক সংগ্রামের বিষয়টি তথ্যচিত্রের মাধ্যমে অনিন্দ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একইসাথে বর্তমান সরকারের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে।

এটি আগামী দিনের প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে উৎসাহিত করবে এবং দেশও ক্রমান্বয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। এর উদ্যোক্তা কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে ব্যক্তিগতভাবে অন্তরস্থল এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ শুক্রবার সকাল এগারটার দিকে পরিদর্শন করেন চকরিয়া পৌরশহরের সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের চতুর্থ তলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’। এ সময় পরিদর্শন বহিতে প্রতিমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ নিয়ে উপরোক্ত মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’-এ স্বাগত জানান কক্সবাজার-১ আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এ সময় এমপির সহধর্মীনি শাহেদা জাফর ফুল দিয়ে বরণ করেন মন্ত্রীকে। দলের সর্বস্তরের নেতাকর্মীরাও মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ পরিদর্শনে আসলে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে আরো ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিনাজপুরের এমপি মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আবদুল আউয়াল হালদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়ার সহ-সভাপতি ও সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু মুছা, টৈটংয়ের জাহেদুল ইসলাম চৌধুরী, চিরিঙ্গার জামাল হোছাইন, বদরখালীর একে ভুট্টু সিকদার, আহমদ রেজা, এপিএস আমিন চৌধুরী হাসানুল ইসলাম আদর, নজরুল ইসলাম, খুটাখালী জয়নাল আবেদীন ও বাহাদুর হক, হেলাল উদ্দিন হেলালী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম শওকত, সালেহ আহমদ সুজন প্রমূখ।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com