বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

গুম অপরাধীরা রেহাই পাবে না : ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: গুমকে ‘ঘৃণ্যতম মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে দেশে এর সঙ্গে জড়িতদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের স্বজনদের সহমর্মিতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে যারা গুমের মতো ঘৃণ্যতম অপরাধ করছেন, তারা যদি মনে করে থাকেন রেহাই পেয়ে যাবেন, ভুল ভাবছেন। একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন অবশ্যই এই অপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে।’

পুরো দেশ কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার নতুন নতুন ইস্যু তৈরি করে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আবার গ্রেপ্তার শুরু করেছে। এখন দেশের মানুষের যেমন ভোটাধিকার নেই, তেমনি মানবাধিকারও নেই।

সরকার দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, গণমাধ্যম অসহায় হয়ে পড়েছে। তারা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের কথার বাইরে যেতে পারে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে- অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘একদিকে বলপ্রয়োগ করে হত্যা করা, নির্যাতন করা, গুম করে দেওয়া হচ্ছে, অন্যদিকে জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দিতে চাইছে।

‘এ জন্য তার স্বাধীনতা পদক কেড়ে নিতে চাইছে। কিন্তু জিয়াউর রহমান ও স্বাধীনতা অবিচ্ছ্যেদ অংশ। যারা জিয়াকে অস্বীকার করতে চায়, তারা স্বাধীনতাকে অস্বীকার করতে চায়।’

এ সময় বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে এক মামলায় সমন জারি হওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, একদিকে ভয়াবহ জঙ্গিবাদ, অন্যদিকে ফ্যাসিবাদী আগ্রাসনে দেশ জঙ্গল হয়ে গেছে। জঙ্গলে বাস করছি। মনে হয় চারিদিকে পশু।

নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ এবং ত্যাগ স্বীকার করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের স্বজনদের মধ্যে ছাত্রদল কর্মী আদনানের বাবা রুহুল আমিন চৌধুরী, লাকসামের হুমায়ুন কবির পারভেজের স্ত্রী মিসেস শাহনাজ আক্তার, ঢাকার সুত্রাপুরের ছাত্রদল নেতা খালিদ হাসান সোহেলের ছেলে আরিয়ান, ছাত্রদল নেতা চঞ্চলের ছেলে আহাদ, সেলিম শাহেদের ছেলে আফতাব রহমান, সুত্রাপুর ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন মুন্নী আকতার, নাজমুল ইসলামের স্ত্রী সাবেরা নাজমুল, রাজধানীর বিমানবন্দর থানার ছাত্রদল নেতা নিজামুদ্দিনের বাবা শামসুদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com