নাটোরের পরিত্যক্ত ডিসি বাংলো থেকে ইলেকট্রনিক্স ডিভাইসহ মোট ৭৯ বস্তা ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট উদ্ধার করা হয়েছে।
শনিবার(২৯ মার্চ) দিবাগত রাত ১১.৪৫ মিনিট থেকে রোববার ভোর ৩.৪৫ মিনিট পর্যন্ত মাটি খুঁড়ে ৭৯ বস্তা ভর্তি ব্যালট উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ রোববার (৩০ মার্চ) সকালে এ তথ্য জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
ওসি মাহাবুর রহমান বলেন, গত শনিবার দুপুরে পরিত্যক্ত বাংলোর মাঠ পুঁতে রাখা ব্যালটের খোঁজ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বিকেল পর্যন্ত। পরে সম্মিলিত সিদ্ধান্তে রাত ১১টা ৪৫ মিনিট থেকে যৌথবাহিনীর উপস্থিতিতে টানা ৪ ঘণ্টা মাটি খোঁড়া হয়। এ সময় সকলের উপস্থিতিতে আড়াই মণের বস্তা ৪০টি ও ৬০ কেজির বস্তা ৩৯টি, ১টি ইলেকট্রনিক্স ডিভাইসসহ মোট ৭৯ বস্তা ব্যালট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উত্তোলিত ব্যালট থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুপুরে নাটোর শহরের দক্ষিণ কান্দিভিটুয়াস্থ জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার ও স্ক্রাব এক্সেসরিজের সন্ধান পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর কার্যালয়ের কর্মকর্তারা। রাতে এসব ব্যালট পেপার মাটি খুঁড়ে উত্তোলন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএন