শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

গভীর রাতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় আবু বকর সিদ্দিক নামে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন এমন গুজবে গভীর রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সড়ক অবরোধ করেন তারা।

সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করার দাবিতে অনেকদিন থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা বহাল থাকবে। আর কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হবে। এর বাইরে কিছু করা সম্ভব নয়।

কিন্তু কোটা পদ্ধতি ১০ শতাংশ করার দাবির পক্ষে অনড় শিক্ষার্থীরা। দাবির পক্ষে তারা বিভিন্ন ধরেন আন্দোলন কর্মসূচি পালন করছিলেন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গতকাল রবিবার ঢাকায় আন্দোলন করার সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে। রাতে আবু বকর সিদ্দিক নামে ঢাবির এক শিক্ষার্থী মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এমন খবর শোনার পরই রাত দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে একটি মিছিল বের করে সংস্কারের পক্ষ আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে মিছিলে যোগ দেয় অন্য শিক্ষার্থীরাও।

বিনোদপুর গেট দিয়ে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

টায়ার জ্বালিয়ে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন ধরেন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

পরে রাত পৌনে তিনটার দিকে আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ মোন্নাফ নিহতের খবরটি মিথ্যা জানিয়ে শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় মহাসড়ক ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।

এর আগে গতকাল বিকাল চারটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত প্রথম দফায় অবরোধ করে রাখা হয় সড়কটি। ওই সময় যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। সূত্র : ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com