রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ শীর্ষক এ ক্যান্সার হাসপাতাল নির্মাণ হলে ডা. জাফরুল্লাহ অসমাপ্ত স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ষষ্ঠতলার গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে তহবিল সংগ্রহ শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    

এতে সভাপতিত্ব করেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে এ দিবস উদ্‌যাপিত হয়ে আসছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান দিবস ও মাস উদযাপনে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে।

ডা. রাসকিন বলেন, গণমানুষের স্বাস্থ্যসেবায় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের অবদান অতুলনীয়। তার অসমাপ্ত স্বপ্ন ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র’।

ইতোমধ্যে ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারি ও ব্রাকিথেরাপি সেবা চলমান আছে। স্বাস্থ্যবীমার সহায়তায় ও গণস্বাস্থ্যের মৌলিক নীতি ও উদ্দেশ্য সমুন্নত রেখে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার প্রয়াস অব্যাহত আছে। 

তিনি আরও বলেন, শিগগিরই মিরপুর ১২ নম্বর ও সাভারে ২য় ও ৩য় ইউনিট চালু এবং সারা দেশে প্রায় ৩০টি গণস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে টেলিমেডিসিনভিত্তিক স্যাটেলাইট ক্যান্সার সেবা চালুসহ সমন্বিত সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আপনাদের অংশগ্রহণ আশা করছি।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন- জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ইপিআই কর্মসূচির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আরবান হেলথ প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন মোছাররত সৌরভসহ অনেকে।  

আলোচনা সভা শেষে ঢাকা থেকে গাজীপুর অভিমুখে প্রতীকী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারা। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com