সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

খুলনাকে হারাল সিলেট

সিলেট প্র্রতিনিধি
  • আপলোড সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে এই জয় পেয়েছে সিলেট। আসরে এটা তাদের তৃতীয় জয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৫৩ রান করে খুলনা। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট (১৫৯/৫)।

ব্যাটিংয়ে নামা খুলনার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৯ রানে এভিন লুইসকে হারায় তারা। এরপর এনামুল হক বিজয়ের সাথে জুটি বাঁধেন আফিফ হোসেন। পাওয়ার প্লে শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৬ রান। দ্বিতীয় উইকেটে ৩২ রানের জুটি বিচ্ছিন্ন হয় আফিফ (২৪) বিদায় নিলে। এক রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।

সেখান থেকে হাবিবুর রহমান সোহানকে নিয়ে দলকে এগিয়ে নেন বিজয়। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভার ১০২ রান সংগ্রহ করে খুলনা। শেষ ৩ ওভারে ৫১ রান নিয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দেন বিজয় ও সোহান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন বিজয়। সোহানের ব্যাট থেকে আসে ৪৩ রান।

চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে সামিত প্যাটেলের উইকেট হারায় সিলেট। দ্বিতীয়ে উইকেটে হ্যারি টেক্টরের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। দুজনের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিলেট। কিন্তু দলীয় নবম ওভারে মার্ক দেয়ালের জোড়া আঘাতে চাপে পড়ে সিলেট। লড়াইয়ে ফেরে খুলনা। তবে চতুর্থ উইকেটে দলকে পথ দেখান টেক্টর ও মোহাম্মদ মিঠুন। ৪২ রানের জুটি গড়ে সিলেটকে ম্যাচে রাখেন দুজন।

সেখান থেকে ২৪ রানে মিঠুন আউট হলেও খুব একটা সমস্যা হয়নি সিলেটের। ২৪ বলে সিলেটের প্রয়োজন দাঁড়ায় ৩২ রানের। সেই সমীকরণ মিলিয়ে দেন টেক্টর ও রায়ান বার্ল। টেক্টর ৬১ রানে আউট হন। তবে ম্যাচটা শেষ করে আসেন বার্ল। ১৬ বলে ৩২ রান করেন তিনি। খুলনার হয়ে তিন উইকেট নেন মার্ক দেয়াল। এই জয়ে নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকল সিলেট। আর সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স: ১৫৩/৪ (২০ ওভার)

সিলেট স্ট্রাইকার্স: ১৫৯/৫ (১৯ ওভার)

ফল: সিলেট ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: হ্যারি টেক্টর (সিলেট স্ট্রাইকার্স)।

 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com