বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের করবে দলটি।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকায় কেন্দ্রীয় সমাবেশটি হবে বেলা ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে চিঠি দিয়েছি।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
বাংলা৭১নিউজ/জেএস