মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

ক্যালিসের রেকর্ড ভাঙলেন সাকিব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: পাঁচ হাজারী ক্লাবে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে এই নতুন মাইলফলক গড়লেন তিনি।

আজকের ম্যাচে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান ছিল ৪৯৮৩। নতুন মাইলফলক গড়তে তার দরকার ছিল মাত্র ১৭ রান।

এই সমীকরণে খেলতে নেমে প্রোটিয়া বোলার প্রিটোরিয়াসের বল খেলে পাঁচ হাজারী ক্লাবে নাম লেখান তিনি।

পাঁচ হাজারী ক্লাবে নাম লেখানোর পাশাপাশি নতুন আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল। তিনি ১৭৩ ম্যাচে ৫৭৪৩ রান করেছেন।

ওয়ানডেতে পাঁচ হাজার রান তোলার মধ্য দিয়ে তিনি আরও একটি রেকর্ড গড়েন। দুইশতাধিক উইকেট ও পাঁচ হাজার রান নিয়ে তিনি বিশ্বের চার গ্রেট ক্রিকেটারের পাশে নাম লেখান তিনি। ওয়ানডেতে সাকিবের শিকার ২২৪ উইকেট।

ওয়ানডেতে একইসঙ্গে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকারকারী চার গ্রেট ক্রিকেটারের মধ্যে রয়েছেন- শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)।

তবে এই চার গ্রেট ক্রিকেটারের তুলনায় দ্রুততম সময়ে তিনি পাঁচ হাজার ও দুই শতাধিক উইকেট তুলে নেন। এই রেকর্ড গড়তে তিনি খেলেন ১৭৮ ম্যাচ। এর আগে জ্যাক কালিস ২২১ ম্যাচ খেলে এই সবচেয়ে দ্রুততম সময়ে রেকর্ডটি গড়েছিলেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ১৭৮টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com