বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে সরকার বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল চুক্তিতে অগ্রগতি, খসড়া চূড়ান্ত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দেশের ১০টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাবেক মন্ত্রী তাজুলের সাড়ে ৯ একর জমি জব্দ, ২৮ কোটির সম্পদ অবরুদ্ধ ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড গত ১৬ বছর নববর্ষে দলীয় ও বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মোসাদ্দেক আলী ফালু ২৩ এপ্রিল থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বাড়লো ১০ টাকা বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিমকে

কোটি টাকা নিয়ে স্বপরিবারে পালিয়ে গেলো ব্যাবসায়ী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের এক ব্যবসায়ী তার বিভিন্ন ব্যাবসায়ীক পার্টনার, সমবায় সমিতি, ব্যাংক ও ব্যক্তিগত পর্যায় থেকে ১ কোটি ৩ লক্ষাধিক টাকা নিয়ে রাতারাতি স্বপরিবারে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বনপাড়া পৌরশহরের দিয়ারপাড়া মহল্লার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী তাপস কুমার কুন্ডু (২৮) তার বাবা বিকাশ চন্দ্র কুন্ডু, মা পূর্ণিমা রাণী কুন্ডু,  দেড় বছরের ছেলে সহ স্ত্রী পলি রাণী সাহাকে নিয়ে পালিয়ে যায়। রবিবার (১ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্থরা বনপাড়াস্থ স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতারক তাপস কুমার কুন্ডুর সন্ধান চেয়ে এবং তাকে ধরতে সাংবাদিক, পুলিশ সহ সর্বস্তরের সুধী সমাজের সহযোগিতা প্রার্থনা করেছেন।

তাপস কুমারের সবচাইতে ঘনিষ্ট ব্যাবসায়ীক পার্টনার মা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান কাজল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২২মার্চ রাতে কোন এক সময়ে বাড়ি-ঘরে তালা মেরে তাপস স্বপরিবারের পালিয়ে যায়। বনপাড়া বাজারে ইস্পাহানী চা, ঈগল কয়েল, কোকাকোলা ফুড এন্ড বেভারেজ সহ বেশ কয়েকটি পণ্যের ডিলার ছিলেন তিনি। একজন বড় ব্যবসায়ী হিসেবে ব্যাবসায়ীক পার্টনাররা বিশ্বাসের সাথে তার সাথে বিকাশ ও ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতো।

বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সাময়িক ঋণ গ্রহণের মধ্য দিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। সম্মেলনে ক্ষতিগ্রস্থরা তালিকায় প্রকাশ করেন, মা ট্রেডার্সের মালিক কামরুজ্জামান কাজল ১৫ লাখ ৮৫ হাজার, ডাচ-বাংলার এজেন্ট  মাজেদুল ইসলাম ১৫ লাখ ৩৭ হাজার, রফিকুল ইসলাম ৯ লাখ ৮০ হাজার,  রেজাউল করিম ১ লাখ ১৬ হাজার, পার্টনার শহীদুল ইসলাম ৮ লাখ, ফারুক হোসেন ৪ লাখ ২০ হাজার, আবু সাঈদ ১ লাখ ৫ হাজার, ফিরোজ  হোসেন ৫ লাখ ৫০ হাজার,  সমিতির মধ্য দিয়ে আয়নাল হোসেন ৩ লাখ, দুলাল হোসেন ৪ লাখ, ধীরেণ সাহা ৪ লাখ, সঞ্জয় সাহা ৪ লাখ ৫০ হাজার, রেজাউল করিম রেজা ১ লাখ ২৫ হাজার, এনজিও আশা ৪ লাখ, ব্র্যাক ২ লাখ ৮৫ হাজার, গ্রামীণ ব্যাংক ৫ লাখ, ব্র্যাক ব্যাংক ৫ লাখ ৮০ হাজার, মার্কেন্টাইল ব্যাংক ৫ লাখ ও প্রিমিয়ার ব্যাংক ৪ লাখ টাকা তাপস কুমার কুন্ডুর কাছে পাওনা রয়েছে।

সম্মেলনে ক্ষতিগ্রস্থরা আরও জানান, পালিয়ে যাওয়ার দুই দিন আগে তিনি যৌতুকের দাবী পূরণ হিসেবে এক ট্রাক মালামাল ঢাকা সাভারে বোন বৃষ্টি কুন্ডুর বাড়িতে পাঠিয়ে দেয়। ব্যবসায়ী, সমিতি ও ব্যাংকের কাছে স্বাক্ষর করা ব্লাঙ্ক (সাদা) চেক জমা রেখে তিনি টাকা গুলো নিয়েছেন। তার হঠাৎ এই চলে যাওয়ার ঘটনায় দিশেহারা ও নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থরা।

ঘটনার পর পরই ফেসবুকে তাপস কুমারের সন্ধান চেয়ে দুই লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণাও দেয়া হয়েছে। থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। খোঁজ নেয়া হচ্ছে তার আতœীয় স্বজন সহ নির্ভরশীল বিভিন্ন জায়গায়। কিন্তু ১২ দিনেও তার ও তার পরিবারের কোন সদস্যদের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা তাপস কুমার স্বপরিবারে ভারতে পালিয়ে গেছে। তাকে ধরতে ভারতে বাংলাদেশী দূতাবাসের কাছে সাহায্য চাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মাজেদুল ইসলাম।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহরিয়ার খাঁন জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ খবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থদের নিয়মিত মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com