বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর তিনটি সেফ ডিপোজিট তল্লাশির পর এবার অন্যান্য সাবেক-বর্তমান কর্মকর্তাদেরও লকার খোলার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এ সংক্রান্ত আবেদনের চিঠি আদালতে দাখিল করেছেন কর্মকর্তারা।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এসকে সুর চৌধুরীর লকার ভাঙার পর কয়েক কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় এবার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসসহ অনেক সাবেক বর্তমান কর্মকর্তার ডিপোজিট খোলার অনুমোদনের জন্য আদালতে চিঠি দিয়েছে দুদক।
সংস্থাটির পরিচালক কাজী সায়েমুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নরের সেইফ ডিপোজিট তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কিছু কর্মকর্তারাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন।
এসব সিলগালা কৌটায়ও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। কমিশন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টের লকারে রক্ষিত অন্যান্য কর্মকর্তাদের সেইফ ডিপোজিটসমূহ তল্লাশি ও ইনভেন্টরি লিস্ট করার অনুমতি চেয়ে আদালতে আবেদন দাখিলের সদয় অনুমতি দিয়েছেন।
এতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারে সেইফ ডিপোজিট খোলার আবেদন বিজ্ঞ আদালতে দাখিল করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বাংলা৭১নিউজ/এসএস