বাংলা৭১নিউজ,ঢাকা:কূটনীতিকদের প্রশিক্ষণ ও বাংলাদেশী শিক্ষার্থীদের পারমাণবিক শক্তি প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ সহযোগিতা করবে পূর্ব ইউরোপের দেশ হাঙ্গেরি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে দু’দেশের মধ্যে দু’টি সমঝোতা স্মারক সই হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়কমন্ত্রী পিটার সিজার্তো বৈঠক শেষে সমঝোতা স্মারক সই করেন।
সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশের কূটনীতিকদের হাঙ্গেরির কূটনীতিক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিবছর ৩০ শিক্ষার্থীকে পারমাণবিক শক্তি প্রযুক্তি বিষয়ে দেশটিতে উচ্চ শিক্ষারও ব্যবস্থা করা হবে।
সমঝোতা স্মারক সই শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দু’দেশের মন্ত্রী।
এসময় আব্দুল মোমেন বলেন, আমরা রোহিঙ্গা, নিউক্লিয়ার খাত, ইলেক্ট্রনিকস, অ্যাগ্রো প্রসেসিংসহ বিভিন্ন সহযোগিতা খাত নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা থাকায় হাঙ্গেরিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।
মন্ত্রী আরও বলেন, রাশিয়ান কোম্পানি রোসটাম বাংলাদেশ ও হাঙ্গেরিতে একই ধরনের নিউক্লিয়ার প্ল্যান্ট বানাচ্ছে এবং এই বিষয়ে পড়াশোনার ও প্রশিক্ষণের জন্য হাঙ্গেরি বাংলাদেশি ছাত্রদের ৩০টি স্কলারশিপ দেবে। এছাড়া চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য ১০০টি স্কলারশিপ থাকবে। বাংলাদেশের সিয়ামিজ যমজ রোকেয়া ও রাবেয়ার সফল অস্ত্রোপচারের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, উভয় দেশের ডাক্তাররা একাজ করেছে এবং দুজনেই ভালো আছে।
সংবাদ সম্মেলনে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেন, বাংলাদেশে এটিই প্রথম হাঙ্গেরির কোনও পররাষ্ট্রমন্ত্রীর সফর। জানুয়ারি থেকে আমরা ঢাকায় কনস্যুলেট অফিস খুলবো।
জাতিসংঘে বাংলাদেশের সমর্থনে বিভিন্ন প্রস্তাবে সমর্থন দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদের নিজ বাসভূমে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন একমাত্র সমাধান।
তিনি বলেন, হাঙ্গেরি গত ৪০ বছর ধরে নিউক্লিয়ার জ্বালানি ব্যবহার করছে। বাংলাদেশ তার প্রথম এবং হাঙ্গেরি দ্বিতীয় নিউক্লিয়ার প্ল্যান্ট বানাচ্ছে এবং বিবিধ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আমরা উভয় পক্ষ সম্মত হয়েছি। এছাড়া, বাংলাদেশে ব্যবসা করার জন্য হাঙ্গেরির ব্যবসায়ীদের ২১ কোটি ইউরো ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এবি