বাংলা৭১নিউজ, ডেস্ক : বাদশাহ মানেই কুল বিন্দাস৷ তা তো অবশ্যই৷ সবসময় ফিট৷ জিম প্রত্যহ তো আছেই৷ কিন্তু তা বলে কি অসুস্থ হ’তে নেই?
বাদশাহ শাহরুখ খান ব্যস্ত ছবির কাজ নিয়ে৷ কিন্তু হাঁটুর যন্ত্রণায় ভালো মতোই কষ্ট পাচ্ছিলেন৷ আগে একবার সার্জারি করিয়েছিলেন তিনি৷ পেনকিলার, ইনজেকশন তো চলছিলই, পাশাপাশি নি-ক্যাপ পরে কোনোরকমে ম্যানেজ করলেও, এবার বিশেষ লাভ হচ্ছেনা৷
ডাক্তার জানিয়ে দিয়েছে, শীঘ্রই করতে হবে হাঁটুর অস্ত্রোপচার৷ সেই সঙ্গে ভালোরকমের বিশ্রাম করতেই হবে শাহরুখকে৷ ছবির শ্যুটিং থেকে ছুটি পেলে তবে তো এই কর্মযজ্ঞে নামবেন তিনি৷ তবে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভক্তদের পক্ষ থেকে একটাই কামনা৷
বাংলা৭১নিউজ/সিএইস