বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনাভাইরাস থেকে মুক্তির উপায় জানতে অনলাইনে ঢুঁ মারছেন অনেকেই। আর এই আগ্রহকে পুঁজি করে বিভিন্ন সামাজিক যোগযোগের সাইটে ছড়িয়ে পড়ছে ভুয়া পরামর্শ। মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশে পিছিয়ে নেই টুইটার ব্যবহারকারীরাও।
আর তাই করোনাবিষয়ক ‘অনিরাপদ’ পরামর্শ প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। শুধু তা-ই নয়, সাইটে থাকা তথ্যগুলো শিগগিরই মুছে ফেলার ঘোষণা দিয়েছে তারা। তবে সরকার বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর করোনাবিষয়ক বার্তাগুলো আগের মতোই প্রদর্শন করা হবে—জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
বাংলা৭১নিউজ/সূত্র : ইন্টারনেট